জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ২০২২ সালের মে মাসে শতাধিক ইহুদি যাত্রীদের প্রতি বৈষম্যের অভিযোগের মীমাংসায় ৪ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে বিমানসংস্থা লুফৎহানসা। মার্কিন পরিবহন দপ্তর ডিওটি জার্মান বিমানসংস্থাকে মঙ্গলবার এই জরিমানা করেছে। খবর ডয়চে ভেলের।
জানা গেছে, লুফৎহানসার কর্মীরা যাদের কানেক্টিং ফ্লাইটে উঠতে বাধা দিয়েছিলেন তাদের প্রায় সবাই অর্থোডক্স ইহুদিদের ঐতিহ্যগত পোশাক পরা ছিলেন। তাদের কয়েকজন বিমান সংস্থার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
নিউ ইর্য়ক থেকে ফ্রাঙ্কফুর্ট হয়ে হাঙ্গেরির বুদাপেস্টে যাচ্ছিলেন তারা। ডিওটির তদন্তকারীরা জানিয়েছেন, ওই যাত্রীরা সবাই একসঙ্গে ভ্রমণ করছিলেন না। তারা একে অপরের পরিচিতও ছিলেন না। ডিওটির দাবি, কয়েকজনের কথিত দুর্ব্যবহারের জন্য সবাইকে একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করে কানেক্টিং বিমানে উঠতে দেয়নি লুফৎহানসা।
লুফৎহানসা তার কর্মীরা বৈষম্য করেছে তা অস্বীকার করে দাবি করেছে, তখন ৬০ জনের মতো যাত্রী এএফপি-২ মাস্ক পরার ক্রুদের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ডিওটির দেওয়া তথ্য অনুযায়ী, বিমানসংস্থাটি জানিয়েছে, ঘটনাটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় টানা ভুল যোগাযোগ, ভুল ব্যাখ্যা, এবং ভুল বিশ্লেষণের কারণে ঘটেছে।
তা সত্ত্বেও লুফৎহানসা ৪ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। এর অর্ধেক সেই যাত্রীদের ইতোমধ্যে দেয়া ক্ষতিপূরণের অর্থ হিসেবে বিবেচিত হবে। এক বিবৃতিতে লুফৎহানসা জানিয়েছে, সেই ঘটনার পর থেকে ডিওটির তদন্তে পূর্ণাঙ্গ সহায়তা করেছে বিমান সংস্থাটি এবং এটির ম্যানেজার ও কর্মীদের জন্য ইহুদিবিদ্বেষ ও বৈষম্যরোধে একটি প্রশিক্ষণ কর্মসূচিও চালু করেছে।
ডিওটি জানিয়েছে, জরিমানার অঙ্কটি এখন অবধি কোনো বিমান সংস্থার বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের দায়ে আদায় করা সর্বোচ্চ জরিমানা।
মার্কিন পরিবহন মন্ত্রী পিট বুটেজিজ বলেন, ভ্রমণের সময় কারো বৈষম্যের শিকার হওয়া উচিত নয়। আজকের পদক্ষেপ এয়ারলাইন শিল্পের প্রতি এক পরিষ্কার বার্তা যখনই কোনো যাত্রীর নাগরিক অধিকার লঙ্ঘিত হবে, আমরা সেটি তদন্ত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post