ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে বোকামি করার আগে আমেরিকার মনে রাখা উচিৎ- মার্কিন জাহাজ, সামরিক ঘাঁটি এবং তার মিত্ররা আমাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। খবর ইরনার।
জেনারেল জাব্বারি বলেন, আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই মার্কিনীদের যেকোন সীমা লঙ্ঘনের জবাব দেবে। আশাকরি ওয়াশিংটন বোকার মতো কাজ করবে না।
তিনি আরো বলেন, মার্কিনিরা ইসরাইলকে সমর্থন করলেও ইরানের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার মতো মূর্খতা করবে না।
ইরানের এ জেনারেল জোর দিয়ে বলেন, আমেরিকা আমাদের, প্রতিরোধ যোদ্ধা এবং মুসলিম বিশ্বকে মোকাবেলা করার জন্য মোটেও প্রস্তুত নয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post