সোমবার রাত থেকে ওমানে ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাথে যান চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
কয়েকজন প্রবাসী ব্যবসায়ী জানিয়েছেন, অতিমাত্রার বৃষ্টি এবং সড়কে জলাবদ্ধতার কারণে তারা দোকানপাটও খুলতে পারেননি। বেশি বৃষ্টি হয়েছে সুর, জালান বানী বুয়ালি, আল কামিল, আল ওয়াফি এবং মাসিরায়। বর্ষণমুখর ছিলো মাস্কাট বিমানবন্দরও।
এদিকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ওমান সরকার। মাস্কাট, দক্ষিণ এবং উত্তর আল শারকিয়্যায় মঙ্গলবার সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানের কর্মীদের রিমোটলি কাজ করার আদেশ দেওয়া হয়। সশরীরে শিক্ষা কার্যক্রমও ছিলো বন্ধ। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চলমান এই বৈরী আবহাওয়া বুধবার রাত পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি ধীরে ধীরে ধোফার ও আল উস্তার অভিমুখে অগ্রসর হচ্ছে। ফলশ্রুতিতে মাস্কাট, উত্তর আল শারকিয়াহ, আল দাখিলিয়া, দক্ষিণ ও উত্তর আল বাতিনাহ, ধাহিরাহ এবং বুরাইমিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আকস্মিক বন্যা এবং ওয়াদিতে তীব্র পানির চাপ সৃষ্টি করতে পারে। জরুরি প্রয়োজনে ১০১১, ১৪৪২, এবং ১০০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post