প্রথম দিনের অপ্রীতিকর ঘটনা সামলে সফলভাবে ওমানের সালালায় সেবা কার্যক্রম সম্পন্ন করেছে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম। গত বৃহস্পতিবার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হলেও শুক্র- শনির গোটা দিন ও রোববার বেলা ১২ টা পর্যন্ত প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিয়েছেন সালালার প্রবাসীরা।
তার আগে গত বৃহস্পতিবার এই কনস্যুলার সেবাকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এসময় হট্টগোল ও পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন প্রবাসী জখম হন। এরপর সেবা কার্যক্রম স্থগিত রাখা হয়। দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম জানিয়েছেন, প্রথম দিনের ঘটনা অনাকাঙ্খিত। তবে সেদিন রাতের মধ্যেই সব সমাধান করা হয়েছে। এবং পরবর্তী দিনগুলোয় সেবা কার্যক্রম অব্যাহত ছিলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্ধারিত ভেন্যু অর্থ্যাৎ ধোফার হোটেলে চরম বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। আগের রাত থেকেই বহু সংখ্যক প্রবাসী রাস্তা ও হোটেলের সম্মুখভাগ দখল করে সিরিয়াল বানান। এমনকি ঘটনার দিন হোটেলের গেট ও আসবাব ভাঙচুর করেন উচ্ছৃঙ্খল কয়েকজন। ফলে হোটেল কর্তৃপক্ষ আর অবস্থানের অনুমতি দেয়নি। এমনকি দূতাবাসকে ৬ হাজার রিয়াল জরিমানাও পরিশোধ করতে হয়েছে। পরে নতুন একটি হোটেল ভাড়া করে প্রবাসীদের সেবা দেয় দূতাবাস।
এদিকে সালালার সাম্প্রতিক ঘটনার পর অঞ্চলটিতে পৃথক কনস্যুলেট অথবা দূতাবাস প্রতিনিধিদের স্থায়ী অফিস প্রতিষ্ঠার দাবী আরও জোরালো হয়েছে। যদিও সংশ্লিষ্টদের মতে সালালায় কনস্যুলেট স্থাপনের দাবি বাস্তবসম্মত নয়। কারণ বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ওমান সরকার এই অঞ্চলে পৃথক কোনো মিশন বা কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিবে না। তবে প্রবাসীদের কষ্ট লাঘবে বিকল্প পদক্ষেপ নেওয়াটাও জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
