সকল বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে দেশটি। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লেবাননে সম্প্রতি প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। নাশকতামূলক এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জাফর ইয়াজেরলোর মুখপাত্রের বরাত দিয়ে আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, ‘মোবাইল ফোন ছাড়া ফ্লাইটে যেকোনও ধরণের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইসের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’
লেবাননে ইরান-মিত্র হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে নাশকতামূলক হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এতে অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমিনিসহ প্রায় তিন হাজার মানুষ।
এর তিন সপ্তাহের মধ্যে উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে দুবাই-ভিত্তিক এয়ারলাইন এমিরেটসও বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post