রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে বাংলাদেশের দুর্গাপূজার একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সোনার মুকুট চুরি হয়েছে। এসব ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে দুর্গাপূজার একটি মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে সোনার মুকুট চুরির ঘটনা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এগুলো দুঃখজনক। কয়েকদিন ধরেই এসব ঘটনা আমরা দেখছি।
বিবৃতিতে বলা হয়, এই হামলা ও চুরি হচ্ছে পদ্ধতিগত ধরনে সহিংসতার একটি বহিঃপ্রকাশ। তারা মন্দিরের ক্ষতি করছে, মূর্তিতেও হামলা করছে।
বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ধর্মীয় উপাসনালয়ে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। বিশেষ করে এই উৎসবের সময় এটি বেশ জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post