ওমানের আল হাজর পর্বতমালা অঞ্চলে শিলাবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ দেশটির আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। ওমান আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, আজ ওমানের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় ঝড়ো বাতাসসহ শিলা-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মাস্কাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস, সোহারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২, ইব্রিতে ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস, নেজুয়াতে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি, রুস্তাকে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার দেশটির আদম, হাইমা, ফাহুদ, আল বুড়াইমি ও ইবরি এলাকায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন জাবাল শামসে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post