নাইজেরিয়ার লাগোসে আবার এমিরেটস ফ্লাইট ও তাদের যাত্রীবাহী ফ্লাইট সেবা চালু করেছে এমিরেটস এয়ারলাইন। বর্তমানে দৈনিক একটি করে ফ্লাইট চলাচল করছে। এই ফ্লাইটের যাত্রীরা ভায়া দুবাই ইউরোপ, যুক্তরাষ্ট্র, দূরপ্রাচ্য, বৃহত্তর মধ্যপ্রাচ্য ও জিসিসি ভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাবেন।
দুবাই- লাগোস রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর। উড়োজাহাজটির প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৪২টি এবং ইকোনমি শ্রেণীতে ৩৪৬টি যাত্রী আসন রয়েছে। এমিরেটস দ্বিতীয় এয়ারলাইন হিসেবে এই রুটে প্রথম শ্রেণী অফার করছে। এমিরেটসের মালামাল পরিবহণ শাখা- স্কাইকার্গো উড়োজাহাজের বেলিহোল্ডে প্রতি সপ্তাহে লাগোসে এবং লাগোস থেকে ৩০০টনের অধিক বানিজ্যিক পন্য পরিবহণ করবে।
নাইজেরিয়া থেকে ভ্রমণকারী যাত্রীদের পরবর্তী গন্তব্যে ভ্রমণের পুর্বে দুবাইয়ে ৪৮ ও ৯৬ ঘন্টার ভিসা প্রাপ্তিতে সার্বিক সহায়তা করবে এমিরেটস এয়ারলাইন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post