ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বদরুল ইসলাম অফিসে আসা সেবাগ্রহীতা ও অফিস সহায়ককে ভেতরে আটকে রেখে তালা দিয়ে চলে যান বাহিরে। দীর্ঘ ৩ ঘণ্টা আটক থাকার পর স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) খবর দিলে তিনি অফিসে গিয়ে তালা ভেঙে তাদের বের করেন।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ওই ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠান।
শিপন সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা সকালে আসার পর কযেকজন সেবাগ্রহীতা ও তাদের অফিস সহায়কে ভেতরে আটকে রেখে বাহিরে তালা দিয়ে চলে যায়। পরে ভেতরে আটকে থাকায় তাদের চিৎকার শুনে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ফোন দিলে তিনি এসে তালা ভাঙেন। একজন ভূমি উপসহকারী কর্মকর্তার এমন আচরণ আসলে খুবই দুঃখজনক।
ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মতিন বলেন, সকাল ১১টার দিকে ভূমি উপসহকারী কর্মকর্তা অফিসে আসেন। আসার পর অফিস সহায়ক শাহনাজ পারভিন অফিসে আসছে কি না জানতে চান। পরে আমি বললাম আসে নাই। একথা শুনে আমাদের সবাইকে ভেতরে রেখে তালা দিয়ে তিনি বলেন, আমি না আসা পর্যন্ত তোরা কেউ বের হতে পারবি না।
ভূমি উপসহকারী কর্মকর্তা বদরুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার মাথায় একটু সমস্যা। হতে পারে এমন সমস্যার কারণে তালা দেওয়ার ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে আমাকে ফোনে জানানোর পর সঙ্গে সঙ্গে গিয়ে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তারপর ওই অফিসের তালা ভেঙে তাদের বের করি। এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট একটি প্রতিবেদন পাঠিয়েছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post