পটুয়াখালীর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইডথ সেবা শনিবার রাত থেকে চার ঘণ্টা বন্ধ থাকবে। কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল সিস্টেমের ‘লাইটনিং ফিল্টার’ স্থাপনের কাজের জন্য এই সেবা বন্ধ রাখা হবে।
এই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেব্লের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
শুক্রবার বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই চার ঘণ্টা রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে গ্রাহকেরা ধীরগতির ইন্টারনেট পেতে পারেন। ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।
গ্রাহকদের সাময়িক ওই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post