আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে পাঠানো বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এডিজি এটিএম আবু আসাদকে ২০২১ সালের ৩১ মে অবসরে পাঠানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ওই অবসরের আদেশ বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হলো। অবসরের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়ে তিনি কর্মরত ছিলেন মর্মে গণ্য হবেন।
এছাড়া বিধি মোতাবেক, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন তিনি। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post