পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রবাসীসহ ১৭৫ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সোমবার রয়্যাল ওমান পুলিশের এক্স হ্যান্ডেলে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মহানবী হযরত মোহাম্মাদ সা: এর জন্মদিন উপলক্ষে সুলতান বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডিত ১৭৫ জন বন্দির সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। দ্রুততম সময়ে তাদের মুক্তি দেওয়া হবে।
সাধারণ ক্ষমা পাওয়া ১৭৫ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছে। তবে এর মধ্যে কতজন প্রবাসী বাংলাদেশী রয়েছেন, তা জানা যায়নি।
প্রতি বছর দুই ঈদ, ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন সুলতান।
প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post