বাংলাদেশ স্কুল, মাস্কাটের জন্য একটি প্লট বরাদ্দ দিয়েছে ওমান। শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় নিজস্ব ভবন নির্মাণের জন্য এই প্লট বরাদ্দ দেয় দেশটির আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়। ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুরোধে এই সফলতা এলো।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, গত ৪ ঠা আগস্ট ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খালফান বিন সাইদ বিন মুবারক আল-শুইলির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুল, মাস্কাটের নিজস্ব ভবন নির্মাণের জন্য পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের এবং উপযুক্ত স্থানে একটি জমি বরাদ্দের জন্য অনুরোধ করেন।
ওমানের মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে স্কুলের জন্য বোশার এলাকায় ৯০৭৯ বর্গ মিটারের একটি প্লট বরাদ্দ দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post