ওমানে পুলিশের পরিচয় দিয়ে প্রবাসীদের হয়রানি করার ঘটনা বাড়ছে।
সম্প্রতি এক প্রবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক ভুয়া পুলিশকে আটক করেছে আল বুরাইমি পুলিশ কমান্ড। ওই ব্যক্তি প্রবাসীকে ভয় ভীতি দেখিয়ে অর্থ প্রদানে বাধ্য করেছিলো।
পুলিশ সতর্ক করে বলেছে, ওমানে আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয় দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে অভিযুক্তের উপরে অর্থদণ্ড, অভিযোগ গঠন, এমনকি দীর্ঘমেয়াদী জেলও হতে পারে।
ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের হয়রানি, ব্যাংকের গোপন তথ্য চুরি করাসহ ভয়ভীতি দেখিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। পুলিশ ভেবে প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করেন না।
ভুয়া পুলিশের বিষয়ে প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরণের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সবধরণের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post