সর্বশেষ

ভারত বিরোধী পোষ্টে বাংলাদেশীর ভিসা বাতিল

Bangladeshi citizen.jpg

সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল এক বাংলাদেশী নাগরিককে। রবিবার ঘটনাটি ঘটেছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে।

ইমিগ্রেশন সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহঃ আলমগীর। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা।

গত ৩ সেপ্টেম্বর চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে এসেছিলেন। এদেশে এসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী বিদ্বেষমূলক পোষ্ট করেন আলমগীর। যা ভাইরাল হয়। এরপরই তাকে চিহ্নিত করা হয়।

রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই এই বাংলাদেশী নাগরিকের ভিসা বাতিল করে কালো তালিকাভূক্ত করে দেয় বিদেশ মন্ত্রক।

এরফলে ভবিষ্যতে আর কোনও দিনই ভারতে আসতে পারবেন না আলমগীর। ফেরত পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post