সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল এক বাংলাদেশী নাগরিককে। রবিবার ঘটনাটি ঘটেছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে।
ইমিগ্রেশন সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহঃ আলমগীর। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা।
গত ৩ সেপ্টেম্বর চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে এসেছিলেন। এদেশে এসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী বিদ্বেষমূলক পোষ্ট করেন আলমগীর। যা ভাইরাল হয়। এরপরই তাকে চিহ্নিত করা হয়।
আরও
রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই এই বাংলাদেশী নাগরিকের ভিসা বাতিল করে কালো তালিকাভূক্ত করে দেয় বিদেশ মন্ত্রক।
এরফলে ভবিষ্যতে আর কোনও দিনই ভারতে আসতে পারবেন না আলমগীর। ফেরত পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে।











