ওমানে প্রবাসীদের চাকরি থেকে অবসর গ্রহণের সময় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদেয় এককালীন অর্থ পরিশোধের গ্রাচুইটি প্রদানের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজ (৭-মার্চ) ওমানের শ্রমমন্ত্রী ডঃ মাহাদ বিন সাইদ বাওয়াইনের বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের সিভিল সার্ভিস আইনের নির্বাহী বিধিমালার কিছু বিধান সংশোধন করে একটি নতুন ডিক্রি জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিভিল সার্ভিস আইনের কার্যনির্বাহী বিধিমালার ১০ নং পরিশিষ্টের অনুচ্ছেদ ৪ এর আইনটি কিছুটা পরিবর্তন করা হয়েছে।
নতুন আইনটিতে বলা হয়েছে দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীরা কর্মজীবন শেষে ছয় এবং বারো মাসের গ্রেড প্রাপ্ত ব্যক্তিদের একটি নির্দিষ্ট পরিমাণের গ্রাচুইটি প্রদান করা হবে। এই সুবিধাগুলি প্রবাসীরা তাদের সর্বশেষ বেতনের উপর ভিত্তি করে তৈরি করা হবে বলে উল্লেখ করা হয়।
যে সকল প্রবাসীরা এই সুবিধা পাবেন না:-
১. কোনো প্রবাসী কর্মীর চাকরীর মেয়াদ পাঁচ বছরের কম হলে, অথবা চাকরিরত অবস্থায় মৃত্যু বরণ করলে বা কোনো কারণে সে কাজ করতে অক্ষম হইলে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
কুয়েতে ‘অশ্লীল নাচ’ করা সেই ৪ বাংলাদেশি গ্রে’ফতার
২. কোনো প্রবাসী চাকুরী থেকে বরখাস্ত হইলে এবং কোনো প্রবাসী চাকরিরত অবস্থায় কোনো অপরাধের সাথে জড়িত থাকলে নতুন আইনে অনুযায়ী তিনি গ্রাচুইটি থেকে বঞ্চিত হবেন।
নতুন সিদ্ধান্তে আরও বলা হয়েছে যে এই সংশোধনীটি নতুন প্রবাসী কর্মচারীদের যারা চাকরিতে দশ বছর পূর্ণ করেননি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সিভিল সার্ভিস আইনের নির্বাহী বিধিমালার পরিশিষ্টে বলা হয়েছে যে, প্রবাসীদের স্থায়ী চাকরি চুক্তির সাথে তাদের গ্রাচুইটি নির্ভর করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post