বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য মানুষকে বন্দি রেখেছে। অসংখ্য মানুষকে ‘হাউন’ আঙ্কেলের কাছে পাঠিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরের পৌর স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেন।
ছাত্র-জনতার হাতেই ভবিষ্যত বাংলাদেশ দেখতে চাই উল্লেখ সারজিস আলম বলেন, ২৪ এর আন্দোলনের প্রতিটি ছাত্রই একেকজন সমন্বয়ক। আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশকে নিয়ে। যার নেতৃত্ব দিবে দেশের তরুণ প্রজন্ম।
সারজিস আরও বলেন, সময়ের প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামবো। প্রয়োজন হলে ফ্যাসিষ্ট হাসিনার মতো যে কাউকে উৎখাত করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দক্ষ ও শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষার্থীদের প্রধান কাজ লেখাপড়া করা। আর যারা ছাত্রদের উপর হামলা করেছিল, তাদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছিল তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি উল্লেখ করে তিনি বলেন, আপনারা এই প্রাচ্যের ডান্ডির গর্বিত বাসিন্দা। ভবিষ্যতে আমরা নারায়ণগঞ্জ থেকেই বেশি বেশি নেতৃত্ব দেখতে চাই।
মতবিনিময় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্দোলনের সমন্বয়ক আসিফ আদনান, আবদুল্লাহ সালেহীন অয়ন, শাহীন মিয়া, মেহরাব সিফাত, আবদুর রহমান ও ফারজানা মুনা।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশের শুরু হয়। এরপর সমবেত ছাত্র-জনতা একসঙ্গে জাতীয় সঙ্গীত গায়। পরে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশে অন্যান্য সমন্বয়করা নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বলেন, আমাদের অর্জনকে নষ্ট করতে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। তারা আমাদের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের অর্জনকে নস্যাৎ করতে চায়। কোনো অপশক্তিকে কোনোভাবেই ২৪-এ আমাদের অর্জিত স্পিরিটকে নষ্ট করতে দেবেন না। তরুণ প্রজন্মের যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে বক্তারা ছাত্র সমাজকে সজাগ থাকার আহবান জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post