ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী নয়ন চক্রবর্তী গত ৬ বছর ধরে সাহামে টেইলরের কাজ করতেন।
গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সে চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব ফরহাদাবাদ ইউনিয়নের গোপাল চক্রবর্তীর ছোট ছেলে।
নিহত প্রবাসীর বন্ধু রবিন নাথ জানান, ঘটনার দিন নয়ন বাসায় ফিরতে দেরি করায় মেসের অন্যরা তাকে খুঁজতে বের হয়। তবে দীর্ঘ অনুসন্ধানেও খোঁজ মিলছিলো না। যোগাযোগের চেষ্টা চালিয়ে গেলে একপর্যায়ে নয়নের ফোনটি পুলিশের কাছে পাওয়া যায়।
সেসময় পুলিশ কোনো তথ্য না দিলেও পরদিন সকালে নয়নের নিয়োগকর্তা তার মৃত্যুর খবর জানান। এ নিয়ে গত দুই দিনে ওমানে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post