এ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ২২ শ্রমিক দেশে ফিরেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করা সেই ৫৭ বাংলাদেশির মধ্যে আরও ১০ শ্রমিক গতরাতে দেশে ফিরেছেন।
এ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ২২ শ্রমিক দেশে ফিরেছেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর গণমাধ্যমকে বলেন, বিমান আসা শ্রমিকদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
এই ১০ শ্রমিকের মধ্যে তিন জন ইউএস-বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক ফ্লাইটে এবং অপর সাত জন এয়ার এরাবিয়া আবুধাবির একটি ফ্লাইটে দেশে ফিরেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post