হবিগঞ্জের মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারুক আহমেদ (৪০) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। ১৫ দিন আগে কাতার থেকে দেশে আসেন ফারুক। এ ঘটনায় আনোয়ার আলীর ছেলে রবি মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, পারিবারিক কবরস্থানের গাছের মালিকানা নিয়ে ফুফাত ভাই হামিদ মিয়ার সাথে ফারুক মিয়ার দ্বন্ধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চলা সালিশ বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষ বাকবিতন্ডা ও মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফারুক আহমেদ। স্বজনেরা দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবি মিয়া নামের ফারুকের এক ভাতিজা গুরুতর আহত হন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post