নড়াইল সদরে পারিবারিক কলহের জেরে শিমুল হোসেন গাজী (৩৪) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার পর শোবার ঘরেই লাশ পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদরের কাইজদাহ গ্রামের পলি বেগমের বসতঘরে পুঁতে রাখা অবস্থায় নিখোঁজ শিমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিমুল হোসেন গাজী যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর এলাকার আব্দুল্লাহ গাজির ছেলে। তার স্ত্রী পলি নড়াইল সদর উপজেলার কাইচদাহ গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। শিমুল হোসেন পলির তৃতীয় স্বামী ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,২০১৯ সালে নড়াইল সদরের কাইজদাহ গ্রামের নূর মোহাম্মদের বিধবা মেয়েকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করেন যশোরের অভয়নগরের শ্রীধরপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে শিমুল হোসেন। ৩১ আগস্ট পলির বাড়ির উদ্দেশে যশোর থেকে বের হন শিমুল। চলতি সেপ্টম্বরের ২ তারিখ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে সম্ভাব্য সব জায়গাতে খোঁজ করেন শিমুলের স্বজনরা।
৬ সেপ্টেম্বর শিমুলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে রহস্যজনক একটা ক্ষুদে বার্তা পাঠানো হয় প্রথম স্ত্রীর মুঠোফোনে। শিমুলের পরিবার দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ২ সেপ্টেম্বর ঝগড়া করে তাকে মারধর করে শিমুল বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তারপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। শিমুলের সন্ধান না পেয়ে ওই দিন অভয়নগর থানায় একটি অভিযোগ করে তার পরিবার। সংশ্লিষ্ট থানা থেকে অভিযোগের কপি ৯ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় পাঠায়। অভিযোগের সূত্র ধরে শিমুলের দ্বিতীয় স্ত্রী পলি বেগমকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, পলি তার স্বামীকে শ্বাসরোধে হত্যা করে ঘরে পুঁতে রাখার কথা স্বীকার করেন। তার দেখানো স্থানে মাটি খুঁড়ে শিমুলের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
শিমুলের ভাই ইমরুল ইসলাম অভিযোগ করেন, পলির দ্বিতীয় স্বামীর মৃত্যুও রহস্যজনক ছিল। তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর আমার ভাইকে বিয়ে করেন পাঁচ বছর আগে। আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। পলির সঙ্গে আরও কেউ সহযোগিতা করেছে, তা না হলে সে একা কখনও এতো কিছু করতে পারতো না। খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের ভাই।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিমুলের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন পলি বেগম। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post