বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘তোমরা আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছো। আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছো। শেখ হাসিনার বিচার করতে মিথ্যা মামলা দিতে হবে না। সে যা করেছে, সত্য মামলা দিয়ে তাকে শতবার ফাঁসি দেওয়া যাবে। খুন, অপরাধ ও হত্যা যারা করেছে, বাংলাদেশের শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার এই দেশের মাটিতে হবে। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। সেই ট্রাইব্যুনালে বিচার হবে। যেখানে যেখানে যারা অপরাধ করেছে, সাক্ষ্যপ্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদের বিচারের আওতায় আনুন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম শহরের পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা সরকারের পতনের পুরো কৃতিত্ব ছাত্রদের দিয়ে জামায়াত নেতা বলেন, ‘এই যে আন্দোলনটা হয়ে গেলো, এটা কিন্তু দলের আন্দোলন ছিল না। একটা সার্বজনীন ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমরা ১৫ বছরের আন্দোলনে রাজনৈতিক দলগুলো যা পারিনি মাত্র এক মাসেরও কম সময়ে আমাদের তরুণ ছাত্ররা রক্ত দিয়ে সে আন্দোলনকে সফল করেছে।
আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, ‘আজকে রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষের জন্য গর্ব হলো শহীদ আবু সাঈদ। তার এই বীরত্বপূর্ণ আত্মদান দেখে সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাড়া দিয়েছিল। লাখ লাখ মানুষ রাজপথে নেমেছে। মায়েরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, শিশুরা নেমেছে। রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে আন্দোলনটা হয়েছে।
দেশের বিরুদ্ধে ভেতরে-বাইরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে পরওয়ার বলেন, ‘এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেতাত্মারা ঘাপটি মেরে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post