আমিরাতে সাজা মওকুফ হওয়া ৫৭ প্রবাসী বাংলাদেশির ১৪ জন শনিবার রাতে দেশে ফিরেছেন। এর মধ্যে ২ জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং ১২ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন।
স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অর্ভ্যথনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা।
ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসেন কুমিল্লার মোহাম্মদ জহির। স্বামীর মুক্তির অনুভূতি জানতে চাইলে ফোনালাপে তার স্ত্রী কুলসুম বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন।
তবে মন্দের ভালোর মধ্যেও আর্থিক অনটন এবং আয় রোজগার নিয়ে দুশ্চিন্তা কাটেনি তার। জানান, সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে এখন এটাই তাদের একমাত্র চাওয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post