সোনার হরিণের আশায় বিদেশ পাড়ি দিয়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরলেন ৭ প্রবাসী বাংলাদেশি। প্রিয়জনের মরদেহ নিতে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করেন স্বজনরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লিবিয়া থেকে বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ৭ প্রবাসী বাংলাদেশির মরদেহ। স্বজনরা জানান, তারা বিভিন্ন সময় অসুস্থতায় আর দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুর আগে তারা লিবিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।
একই ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৪৮ বাংলাদেশি। ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই ভিজিট ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফেরত আসা যাত্রীদের প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের (এপিবিএন) সহায়তায় খাবারসহ জরুরী সহায়তা দেয় ব্র্যাকের একটি টিম।
এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা করেছে। সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা শেষ হতে দুপুর ১ টার বেশি সময় লেগে যায়।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈথ পথে লিবিয়া হয়ে ইউরাপে যাওয়ার চেষ্টা করে। যেকারনে সম্প্রতি ভিজিট ভিসায় দুবাই যাওয়া যাত্রীদের উপর কড়াকড়ি আরোপ করেছে এয়ারপোর্ট ইমিগ্রেশন।
তবে অনেকেই না বুঝে এয়ারপোর্টের এমন কড়াকড়ি আরোপকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে এটিকে প্রবাসীদের হয়রানী করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জানান নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ইমিগ্রেশন কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post