সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালাউদ্দীন আলমগীর (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। আমিরাতে অবস্থানরত তার কনিষ্ঠ ভগ্নীপতি ও স্বজনরা জানান, শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সালাউদ্দীন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলহাজ্ব শাহাবুদ্দীন বাড়ীর মৃত আলহাজ্ব এ কে এম শাহাবুদ্দীনের পুত্র। সালাউদ্দীন সংযুক্ত আরব-আমিরাতের আজমানে ছোট বোনের পরিবারের সাথে থাকতেন। তিনি সাত ভাই ও সাত বোনের মধ্যে ষষ্ঠতম। তিনি দীর্ঘ ১৫ বছর যাবত জীবিকার তাগিদে আরব আমিরাত বসাবসরত ছিলেন। মৃত্যু কালে তাঁর দুই কন্যাসন্তান রেখে গিয়েছেন।
উল্লেখ্য, গত ১০দিন আগে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে আমিরাতের ‘কলিফা জেনারেল হাসপাতালে’ ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুনঃ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post