ওমানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে দ্রুত ওমানিকরণের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ইতিমধ্যেই এই খাতটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বিস্তারিত আলোচনা চলছে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
শনিবার (২০-ফেব্রুয়ারি) ওমান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, “সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের উপ সচিব দেশটির বেসরকারি খাতের মানবসম্পদ পরিচালকদের সাথে একটি বৈঠক করেছেন।
এই বৈঠকে তিনি জানিয়েছেন, দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত ওমানি নাগরিকদের নিয়োগ আরো বাড়াতে হবে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জে মোকাবেলার জন্য তৈরি করতে হবে। তাই খুব দ্রুতই ওমানি নাগরিকদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করা হবে।”
এদিকে সৌদি আরবের রেস্টুরেন্ট, শপিং মল এবং শিক্ষাখাতেও সৌদিকরণের ঘোষণা আসছে খুব শীঘ্রই এমন খবর পাওয়া গেছে। সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ আল-রাজি শীঘ্রই সৌদি আরবের রেস্টুরেন্ট, ক্যাফে, মার্কেট, শপিং মল সৌদিকরণ করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন।
আরো পড়ুনঃ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারিতে ২৮ হাজারেরও বেশি সৌদি নারী ও পুরুষ সৌদি শ্রমবাজারে প্রবেশ করেছেন। জাতীয় এক সম্মেলনে তিনি জানান, সৌদি সরকার দেশের সকল সৌদি নারী ও পুরুষকে কাজের সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যেই দেশের প্রাইভেট সেক্টরগুলোতে সৌদি নাগরিকদের কাজ করার জন্য সকল সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সর্বনিম্ন বেতন ধার্য করা হয়েছে।
তিনি আরো জানান, ২০১৯-২০২০ সালে সৌদিকরণ এর চলমান উদ্যোগ বিপুল সাফল্য পেয়েছে, এবং ৪ লাখ ২০ হাজারেরও বেশি সৌদি নাগরিক সৌদি শ্রম বাজারে প্রবেশ করেছেন। সৌদি সরকার দেশের বিভিন্ন সেক্টর সৌদিকরণ এর মধ্যে দিয়ে সৌদি নাগরিকদের আন্তর্জাতিক মানের কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
