ওমানে হঠাৎ করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে দেশটির সেলুনের দোকান পরিচালনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাস্কাট পৌরসভা। নীচে পৌরসভা জারি করা নির্দেশিকাগুলো দেওয়া হলো:-
১. দোকানের চেয়ার, টেবিল এবং আয়না পরিষ্কার থাকতে হবে।
২. দোকানের সকল শেভিংয়ের যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।
৩. অবশ্যই প্রত্যেক দোকানে প্রয়োজনীয় শেভিং সরঞ্জাম থাকতে হবে।
৪. দোকানের কাপড়, তোয়ালে এবং শেভিং তোয়ালে পরিষ্কার থাকতে হবে।
৫. দোকানের সকল চেয়ার সামাজিক দূরত্ব রেখে বসাতে হবে।
৬. দোকানের প্রত্যেক কারিগরকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।
৭. কাজের সময় কর্মীদের পরিচ্ছন্ন সাদা কোট থাকতে হবে।
৮. দোকানে অবশ্যই সকল ধরণের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকতে হবে।
৯. চুলে শ্যাম্পু বা ফেসিয়াল করালে অবশ্যই সকল চেয়ার চার বর্গমিটার পরপর বসাতে হবে।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
কুয়েতে ২১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট চালু
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
১০. ব্যবহৃত তোয়ালেগুলি না ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না।
১১. মাস্ক, চিরুনি, মেডিকেল সোয়াব, চেয়ার প্রটেক্টর, গ্লাভস, প্লাস্টিকের অ্যাপ্রোন ইত্যাদি অবশ্যই পরিবেশ বান্ধব ও বায়ু চলাচল করতে পারে এমন উপকরণের হতে হবে।
১২. ব্যবহৃত প্লাস্টিকের অ্যাপ্রোন বারবার ব্যবহার করা যাবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post