আগামী রোববার (২১ শে ফেব্রুয়ারি) থেকে প্রবাসীদের আবার কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগতদের নিজ খরচে স্থানীয় হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে এক সপ্তাহের জন্য থাকতে হবে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-কাবাস প্রকাশের প্রকাশিত সংবাদে নিশ্চিত করা হয়েছে।
তবে ৩৫ টি দেশ নিষেধাজ্ঞার তালিকা থেকে প্রবাসীদের প্রবেশের অনুমতি দেওয়ার নতুন কোনো সিদ্ধান্ত সম্পর্কিত সংবাদ আসেনি। পূর্বের ঘোষণা অনুযায়ী ট্রানজিট দেশে ১৪ দিন অবস্থান না করে সরাসরি কুয়েতে প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
কর্মকর্তাদের মতে, নিষিদ্ধ দেশগুলির নাগরিকদের কুয়েত আগমনের আগে ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত নয়, এমন যে কোনো দেশে কোয়ারাইন্টাইনে থাকতে হবে এবং তারা কুয়েতে পৌঁছানোর পরে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে নিজস্ব খরচে এক সপ্তাহের জন্য থাকতে হবে। পরে এক সপ্তাহের জন্য হোম কোয়ারাইন্টাইন মানতে হবে।
সূত্রটি আরো জানিয়েছে, বিদেশ থেকে আগতদের জন্য পিসিআর পরীক্ষার সনদ আবশ্যক। ভ্রমণের আগে “#কুয়েতমোসাফিরঅ্যাপ”, স্থানীয় হোটেল বুকিং এর পাশাপাশি, নমুনাটি নেওয়ার তারিখ থেকে বিমানটিতে চড়ার তারিখ পর্যন্ত ৭২ ঘন্টা মেয়াদ হতে হবে এবং কুয়েত বিমানবন্দরে একটি পিসিআর পরীক্ষাও করতে হবে।
বিমানের ফ্লাইটে আগত যাত্রীদের সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত সম্পর্কে সিভিল এভিয়েশনের একটি সূত্র দৈনিক আল-কাবাসকে জানিয়েছে, বর্তমানে আগতদের সংখ্যা এখনও প্রতিদিন এক হাজারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং আগামী ২১ শে ফেব্রুয়ারির পরেও এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে। খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। তবে নতুন করে যেন ভাইরাসের আর সংক্রমণ না ছড়ায় সেজন্য সবাইকে মাস্ক ব্যবহার আর সামাজিক দূরত্ব মেনে চলার ওপর জোর দিচ্ছে বেশিরভাগ দেশের সরকার।
অস্ট্রেয়িলায় নতুন করো কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে তৃতীয় দফার লকডাউন শিথিল করা হচ্ছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত বারোটা থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেয় ভিক্টোরিয়া রাজ্য সরকার। কিন্তু এখনও জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোন বাসায় ৫ জনের বেশি অতিথির উপস্থিতিতেও রাখা হয়েছে নিষেধাজ্ঞা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজারের বেশি মানুষের দেহে কোভিড টেস্ট করে একজনও করোনা রোগী পাওয়া যায়নি। সম্ভবত করোনা শুরুর পর থেকে মঙ্গলবারই একদিনে সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে। খুবই আনন্দের সাথে ঘোষণা করছি যে, আজ মধ্যরাত থেকে লকডাউন শেষ হতে যাচ্ছে।
আগামী সোমবার থেকে স্কটল্যান্ডের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোল স্টারজিওন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডসহ দেশের সব অঞ্চল থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরদার্ন। সম্প্রতি দেশটিতে একই পরিবারের তিনজনের শরীরে নতুন ধরণের করোনা শনাক্ত হওয়ার পর সোমবার তিনদিনের লকডাউন ঘোষণা করা হয়। যা শেষ হবে বুধবার মধ্যরাতে।
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
এদিকে, লকডাউন শিথিল করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে সেনেগালও। প্রতিটি শ্রেণিকক্ষ ডিজইনফেক্ট করার পাশাপাশি রাখা হচ্ছে স্বাস্থ্য সরঞ্জাম। এরপর রাজধানী ডাকারের সব সরকারি ভবন, শপিংমল, চার্চ, মসজিদসহ জনসাধারণের যাতায়ত হয় এমন সব জায়গা জীবাণুমুক্ত করার পরিকল্পনা রয়েছে দেশটির। প্রতিটি রাস্তা, ভবন, রেলস্টেশন সহ সব জায়গা জীবাণুমুক্ত করা হলেই লকডাউন তুলে নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post