ফেনীতে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষকে উদ্ধার করতে সেনাবাহিনী নিরন্তর কাজ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর একদল সদস্য এমন একটি মানবিক কাজ করেছেন যা সবার মনে ছুঁয়ে গেছে।
ফুলগাজী উপজেলার একজন মুমূর্ষু অন্তঃসত্ত্বা মহিলাকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য সেনাবাহিনীর সদস্যরা সবার প্রশংসা কুড়াচ্ছেন।
অনেকেই ওই অন্তঃসত্ত্বা নারীর জন্য সেনা সদস্যদের এমন চেষ্টার প্রশংসা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার কার্যক্রমের তথ্য ও ছবি পোস্ট করা ভেরিফায়েড ফেসবুক পেজে।
পোস্টের ছবিতে দেখা যায়, একজন মুমূর্ষু অন্তঃসত্ত্বা নারীকে পরম মমতায় হেলিকপ্টারে তুলছেন কয়েকজন সেনা সদস্য। পরে তাকে নিয়ে আকাশে উড়াল দেয় হেলিকপ্টারটি।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, আজ শুক্রবার (২৩ আগস্ট) ফেনীর ফুলগাজী থেকে একজন মুমূর্ষু অন্তঃসত্ত্বা নারীকে আর্মি এভিয়েশন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ পাঠানো হয়েছে।
এছাড়াও বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকায় চলছে সেনাবাহিনীর উদ্ধার অভিযান, জরুরি চিকিৎসা প্রদান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post