জামায়াতে ইসলামী বাংলাদেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দাবি করেছেন যে, ভারত সরকার বাঁধ খুলে দিয়ে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করছে।
কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বলেন, ‘কুমিল্লা অঞ্চলে বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে আমরা গভীরভাবে দুঃখিত। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে এই বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এতে করে কুমিল্লা অঞ্চলের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই নিহত হয়েছেন। আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন তারা এই বিষয়ে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করে।’
গোলাম পরওয়ার বলেন, ‘গত কয়েক দিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ আরও কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর মাইজদীতে হাঁটুপানি জমেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post