একের পর এক নতুন নতুন সেক্টরে ওমানি করনের সিদ্ধান্ত নিচ্ছে ওমান সরকার। দেশটির শিক্ষাখাতে ফের নতুন করে ওমানি করনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ওমানের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওমানি নাগরিকদের জন্য কিছু পদ সংরক্ষণ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ।
আরো পড়ুনঃ ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমান নিউজ এজেন্সি (ওএনএ) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “ওমানের সকল ক্ষেত্রে ওমানিকরণের লক্ষ্যে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় নাগরিকদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ করে শিক্ষাখাতের প্রশাসনিক পদে এবং বিভাগীয় ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থীদের পরামর্শ, সামাজিক পরামর্শ এবং কর্মজীবনের দিকনির্দেশনামূলক পরামর্শ পেশাও ওমানি নাগরিকদের নিয়োগ করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post