বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত শনিবার (১৭ আগস্ট) শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে এমপক্স ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটি সতর্ক অবস্থায় রয়েছে। এরই মধ্যে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ভারত সরকার সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।
এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার স্থল, নৌ ও বিমানবন্দরে কঠোর নজরদারি জারি করেছে। এমপক্স সংক্রমণের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী দেশ পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের দিকে। জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে ভারতের স্বাস্থ্য অধিদফতর।
এরই মধ্যে দিল্লিতে এমপক্স রোগীদের চিকিৎসা ও কোয়ারেন্টাইনের জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালকে নির্ধারিত করা হয়েছে। এই হাসপাতালগুলোকে এমপক্সের মতো সংক্রামক রোগের চিকিৎসার জন্য বিশেষভাবে সজ্জিত করা হবে।
দিল্লির পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যের হাসপাতালগুলোকেও এমপক্স প্রতিরোধে প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সারা দেশে সতর্কতা জারি করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় সরকার দেশজুড়ে বাড়তি সতর্কতার নির্দেশ জারি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এমপক্স সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post