গত কিছুদিন ধরে ওমানের মাস্কাট ও সালালাহ বিমানবন্দর নিয়ে যাত্রীদের একের পর এক অভিযোগ উঠে আসছিলো।
অবশেষে যাত্রীদের ভোগান্তি লাঘবে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
মূলত অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতির কারণেই গত কয়েকদিনে বেশ কয়েকটি ফ্লাইট ডাইভারশন ও বিলম্বের ঘটনা ঘটে। ফলে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরেই পড়ে থাকতে হয় যাত্রীদের।
বিষয়টি দৃষ্টিগোচর হয় সিভিল এভিয়েশনের। তারা বলছে, এ ধরণের আবহাওয়া, কম দৃশ্যমানতা বা প্রচণ্ড বাতাসের মধ্যে ফ্লাইট পরিচালনা বেশ কঠিন। তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া কর্তৃপক্ষও এয়ারপোর্টের ল্যান্ডিং সিস্টেম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমান সংস্থাগুলোকেও যাত্রীসেবায় নজর দেবার নির্দেশনা দেয় তারা।
সম্প্রতি সালালাহ – মাস্কাট রুটের সালাম এয়ার, ওমান এয়ার, কাতার এয়ারওয়েইজের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কবলে পড়ে।
বিলম্বের আগাম কোনো তথ্য না থাকায় দীর্ঘ সময় এয়ারপোর্টে আটকে থাকতে হয় যাত্রীদের। পরে ওমান এয়ার এই ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post