বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো যাত্রীর মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে হবে।
মাঙ্কিপক্স সম্পর্কিত যেকোনো তথ্য বা সন্দেহের ক্ষেত্রে ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সংক্রমিত দেশ থেকে আগমনকারীদের ২১ দিন পর্যন্ত নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ।
এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি।
তবে বাংলাদেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্সের কোনো নিশ্চিত ক্ষেত্রে পাওয়া যায়নি। তবে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং এই ভাইরাসের প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post