মালয়েশিয়ায় বসবাসরত বৈধ এবং অবৈধ সকল প্রবাসীদের বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এমনকি এই টিকা কার্যক্রমে শরণার্থী রোহিঙ্গারাও বাদ যাবে না। স্থানীয় নাগরিকদের পাশাপাশি সকল বিদেশি অভিবাসীদেরও একসাথেই এই টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আদাম বাবা স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন। মন্ত্রী বলেন, “এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করছে। ইতিমধ্যে পেনাং প্রদেশে ১০০ টি ক্লিনিক প্রস্তুত করা হচ্ছে।”
সংশ্লিষ্টরা বলছেন, সব বিদেশিদের করোনা ভাইরাসের টিকা না দিলে করেনা মহামারি দমন করা সম্ভব হবে না। তাই সরকারের পক্ষথেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীদের মাঝে।
আরো পড়ুনঃ
ওমানে ফের লকডাউন!
কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা
ওমান সুপ্রিম কমিটির নতুন আইন জারী
নাযুক অবস্থায় ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাট
সৌদিতে সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশির মৃ’ত্যু
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
আজ দেশটির মন্ত্রী পরিষদের এক বিশেষ বৈঠকে অবৈধ প্রবাসীদেরও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষথেকে বলা হয়েছে, “ফাইজার বায়োনটেকের তৈরি করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী ক্রয় সম্পন্ন করা হয়েছে।
আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে এই টিকার প্রথম চালান দেশটিতে এসে পৌঁছাবে। তখন যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন গণহারে দেওয়ার কার্যক্রম শুরু করা হবে এবং এই টিকা কার্যক্রমে শরণার্থী রোহিঙ্গারাও বাদ যাবে না।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post