মক্কায় হজ মৌসুম শেষে আবারও শুরু হয়েছে উমরাহর মৌসুম। উমরাহ পালন সহজ করে দিতে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরাহ করার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। ফলে উমরাহর ভিসার জন্য মুসল্লিদের অপেক্ষা করতে হবে না।
সম্প্রতি সৌদি আরব সরকার ওমরাহ পালনকারীদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা সৃষ্টি করেছে, যার ফলে আগামী বছর দেড় কোটি মুসলমানের ওমরাহ পালনের আশা করা হচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য দেশটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পবিত্র মক্কা ও মদিনায় অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীদের সেবা সরবরাহের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সম্পূর্ণ ডিজিটাল সেবা চালু করা।
এদিকে সৌদি সরকারের এক প্রতিবেদনে জানা গেছে, পবিত্র ওমরাহ উপলক্ষে মক্কা ও মদিনার ১৫টি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা ঢেলে সাজানো হবে। ২০৩০ সালের মধ্যে ৪০টি স্থাপনা ঢেলে সাজানো এবং ওমরাহকারীর বার্ষিক সংখ্যা তিন কোটিতে উন্নীত করার পরিকল্পনা হিসেবে ‘গেস্ট অব আল্লাহ’ নামের একটি প্রোগ্রাম ২০১৯ সালে থেকে চলমান রয়েছে দেশটিতে।
এর আগে, গত বছর সৌদিতে সব মিলিয়ে ১ কোটি ৩৫ লাখ মানুষ মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ পালন করেছেন। ‘গেস্ট অব আল্লাহ’ সেবা প্রোগ্রামের তথ্য অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি ওমরাহ পালন করেছেন পাকিস্তানি নাগরিকরা। যার সংখ্যা ছিল ২০ লাখ। এ ছাড়া, মিসর থেকে ১৭ লাখ এবং ইন্দোনেশিয়া থেকে ১৪ লাখ মানুষ ওমরাহ পালন করেছেন।
এদিকে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যেসব মুসলিম উমরাহ পালন করতে চান সেই ব্যক্তির সাথে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখতে হবে। বাধ্যতামূলক জিনিসগুলো হলো- পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post