ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি গ্রামের ছেলে প্রবাসী মন্টু চন্দ্র দাসের জীবন গত ৩ আগস্ট থেকে সম্পূর্ণ বদলে গেছে। ২০ বছর আগে ভাগ্য খুঁজতে দুবাই গিয়েছিলেন তিনি।
দুবাইয়ে কঠিন পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠাতে থাকেন। তবে ভাগ্য তার জন্য বড় কিছু রেখেছিল। আবুধাবি বিগ টিকিটে ১ মিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা জিতে নেন তিনি।
লটারির টিকিটটি তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে জিতেছিলেন। একদিন একজন প্রবাসী সহকর্মীকে বিমানবন্দরে ছেড়ে দিতে গিয়ে একজন ফিলিপাইন বিক্রয়কর্মীর অনুরোধে মন্টু লটারিটি কিনেন। ভাগ্যক্রমে, বিনামূল্যে পাওয়া একটি টিকিটেই তার নাম জোরেসোরে ঘোষিত হয়।
হঠাৎ এই ধনকুবের বনে যাওয়া মন্টুকে নিরাপত্তাহীন করে তুলেছে। তিনি বলেন, “এত টাকা পেয়ে অনেকে আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত।” তবে লটারি জেতার খবর তার স্ত্রী সুজাতাকে বিশ্বাস করাতে বেশ সময় লেগেছে।
মন্টু এই টাকা দিয়ে পরিবারের সুখের জন্য ব্যয় করতে চান। তার বাবা আর নেই, তাই মা, স্ত্রী এবং ৮ মাসের পুত্রকে নিয়ে একটি সুন্দর জীবন গড়তে চান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post