দেশে আপনারা কেউ চাঁদাবাজি এবং দখলবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন তাহলে পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে প্রথমবারের মতো প্রবেশের আগে তিনি এ কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল বলেন, দেশ এখন একটি সংকটকালীন সময় অতিক্রম করছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আমাদের কাছে খবর এসেছে যে, কাওরান বাজার এলাকায় চাঁদাবাজির ঘটনা বেড়েছে এবং একটি ব্যাংকে সশস্ত্র ডাকাতির চেষ্টা হয়েছে। এভাবে চলবে না। জনগণের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজদের ধরে নিজেদের হাতে আইন না তুলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। ।
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল পুলিশ সদস্যদের অবশ্যই কাজে যোগদান করতে হবে। যারা এই নির্দেশনা মেনে চলবেন না, আমরা ধরে নেবো তারা চাকরি করবেন না।
আর যারা এই নির্দেশনা মেনে চলবেন না, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। পুলিশ প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, এই নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, যা কিছু ঘটেছে, তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচারবিভাগ বিচার করবে। এতে কারোর ভয় পাওয়ার কিছু নাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post