বর্তমান দেশের অস্থিরতার ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। তারা বলছেন গত পাঁচ তারিখ সরকার পতনের ফলে ছয় ঘন্টা বন্ধ ছিল এয়ারপোট। যার প্রভাব পড়েছে প্রবাসীদের ওপর।
আমাদের যে সময় ফ্লাইট ছিল ইমেগ্রেশন শেষ হওয়ার পর হুট করে আমাদের বলে আজকে ফ্লাই করা যাবেনা।
বাংলাদেশ থেকে শ্রীলংকা গামী ইন্দোর ইন্ডিয়া ফ্লাইটকে দোশারপ করলেন একজন প্রবাসী। তিনি বলেন, আমাদের ফ্লাইট বন্ধ হওয়ার ফলে আমরা এয়ারপোটে আন্দোলন করি। পরে আমাদের একটি হোটেলে রাখা হয়।
গত পাঁচ তারিখ বিকেল ৫ টা থেকে ছয় ঘন্টা বন্ধ ছিলো শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর। এরই মধ্যে ভোগান্তিতে সাধারন যাত্রীরা।
এরপর প্রবাসীদের হোটেলে রেখে দুদিন পর শ্রীলঙ্কা উদ্দেশে রওনা হয় ইন্দোর ইন্ডিয়ান ফ্লাইটটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post