করোনা মহামারিতে ওমানে বিপুল পরিমাণের বিদেশি শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন করে নিজ দেশে ফেরত গিয়েছে। গতবছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটিতে প্রায় ৮ হাজার ৬০০ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম স্থানান্তর করেছে বলে জানিয়েছে ওমানের জাতীয় তথ্যকেন্দ্র। যাদের মধ্যে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বেশি। মাস্কাটে অবস্থিত ভারতীয় স্কুল থেকে প্রায় ৮৮৭ জন শিক্ষার্থী স্থানান্তর শংসাপত্র নিয়ে নিজ দেশে ফেরত গিয়েছে।
দেশটিতে মাস্কাটে অবস্থিত ভারতীয় স্কুল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিজ দেশে ফেরত গিয়েছে। এরমধ্যে ওয়াদি কবির স্কুল থেকে ২৯২ জন, সোহার স্কুল থেকে ৫১১ জন ও মুলাদ্দা স্কুল থেকে ৩২৯ জন, গোবরা, দারসেইট ও সিব শাখা থেকে প্রায় আড়াইশো’র বেশি শিক্ষার্থী প্রতিষ্ঠান ছেড়ে চলে গিয়েছে।
ওমানের জাতীয় তথ্যকেন্দ্র অনুযায়ী ২০১৯ সালের ডিসেম্বরে দেশটিতে মোট প্রবাসীর সংখ্যা ছিলো ১৭ লাখ ১২ হাজার ৭৯৮ জন। একবছরের ব্যবধানে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৩ হাজার ১২৮ জনে।
আরো পড়ুনঃ ওমানের আক্রান্ত উদ্বেগ ও ভীতি সৃষ্টি করছে: স্বাস্থ্যমন্ত্রী
বিপুল সংখ্যক প্রবাসী ওমান ছেড়ে চলে যাওয়ার প্রভাব পরেছে স্কুলের শিক্ষার্থীদের উপরও। একই চিত্র বাংলাদেশ স্কুলেরও। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ স্কুলের প্রধান শাখাতে উল্লেখযোগ্যহারে কমছে শিক্ষার্থীর সংখ্যা। সেইসাথে স্কুল নিয়ে দূতাবাসের খামখেয়ালিপনায় বেশ নাযুক অবস্থা প্রতিষ্ঠানটির এমন অভিযোগ অভিভাবকদের।
উল্লেখ্যঃ বাংলাদেশ স্কুল মাস্কাট নিয়ে খুব শীঘ্রই একটি বিশেষ প্রতিবেদন আসছে……
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post