বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগের পর সোমবার (৫ আগস্ট) ভারতে পৌঁছান শেখ হাসিনা এবং তার সঙ্গীরা।
জানা যায়, দেশ ছাড়ার জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিলেন তারা। ফলে নিয়ে যেতে পারেননি বাড়তি কাপড় কিংবা দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও। সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে যখন অবতরণ করে, তখন সবাই পুরোপুরি দুর্দশাগ্রস্ত ছিলেন।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশিদের সঙ্গে নিয়োজিত প্রটোকল অফিসের সদস্যরা তাদের (শেখ হাসিনা এবং তার সঙ্গীদের) জামাকাপড় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন।
প্রতিবেদন মতে, ভারতে আসার ৪৮ ঘণ্টা পরও শেখ হাসিনা ও তার দলটি বিমান ঘাঁটির কাছাকাছি একটি নিরাপদ জায়গায় অবস্থান করেন।
সূত্র জানায়, অন্য কোনো দেশ আশ্রয় না দেয়া পর্যন্ত শেখ হাসিনাকে থাকার অনুমতি দিয়েছে ভারত। এছাড়া ভারতীয় নিরাপত্তা কর্মী এবং প্রটোকল অফিসাররা চাপ ও ধাক্কা কাটিয়ে ওঠার জন্য দলটির সদস্যদের সাহায্য করছেন বলে জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডে বলছে, শেখ হাসিনা ভারতীয় বিমানঘাঁটিতে অবতরণের পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে সাক্ষাৎ করেন । সেসময় চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post