গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজনসহ ১৮ কোম্পানি থেকে দুই বছরে ১৮০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার।
বৃহস্পতিবার (১ আগস্ট) হাইকোর্টে জমা দেয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২ বছরে ট্যাক্স, লাইসেন্স ফি বাবদ ১৮০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে ১৮টি সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি থেকে। এই কোম্পানিগুলোর মধ্যে গুগল, ফেসবুক, ইউটিউব এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠান।
এর আগে, বুধবার (৩১ জুলাই) দেশে ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কে সচল করে দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post