লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, লন্ডন থেকে নির্দেশ দেয়, যেখানে যেখানে বাংলাদেশি আছে সেখানে আন্দোলন করতে হবে। আর এই কথায় আন্দোলন করতে যেয়ে প্রবাসীরা গ্রেফতার হয়েছে, যাবজ্জীবন সাজা হয়েছে। এর ফলে যে শুধু তাদেরই রুটি রুজি সংকটে পড়েছে তা নয়, এসব দেশে অন্য প্রবাসীদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে।
শুক্রবার সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন করায় সৌদিতে ২০ জন গ্রেপ্তার হয়েছে। এমনকি শ্রম বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি জানান, এই ঘটনায় যে ২০ -২২ লাখ প্রবাসী শ্রমিক দেশটিতে আছেন তাদের যেন ক্ষতি না হয় সেজন্য সঙ্গে সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়েছে।
শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। এর আগে, বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post