সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করায় ৫৭ বাংলাদেশিকে নির্বিচারে দোষী সাব্যস্ত এবং কারাদণ্ড দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) মানবাধিকার সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে ‘বিচারের নামে প্রহসন’ মন্তব্য করে বলেছে, এ ধরনের দ্রুত বিচার ‘ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ’ তৈরি করে।
গত বৃহস্পতিবার (১৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য সারাদেশে একাধিক স্থানে শান্তিপূর্ণ সংহতি বিক্ষোভ করেছে।
কিন্তু শুক্রবার (২০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভের তদন্তের ঘোষণা দেন এবং ঠিক একদিন পরে আবুধাবি ফেডারেল কোর্ট অফ আপিল দোষী সাব্যস্ত হওয়ার ঘোষণা দেন এবং ৫৭ বাংলাদেশির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন।
এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের সংযুক্ত আরব আমিরাতের গবেষক জোয়ে শিয়া বলেছেন, তদন্ত শুরুর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে রায় দেয়া হলে আসামিদের ন্যায্য বিচার পাওয়ার কোনো উপায় নেই। এখানে ন্যায়বিচারকে উপহাস করা হয়েছে এবং আমিরাতি কর্তৃপক্ষের উচিত অবিলম্বে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের অবিলম্বে মুক্তি দেয়া।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের পেনাল কোডের অধীনে বিক্ষোভ এবং বিক্ষোভ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যা দেশটির সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার মান উভয়ই লঙ্ঘন করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post