বিশ্বব্যাপী চলছে করোনার ভয়াবহ তাণ্ডব। মহামারীর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই অনেক দেশ পুনরায় লকডাউন ঘোষণা করেছে। করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে আপাতত লকডাউন ঘোষণা না দিলেও বেশ কড়াকড়ি আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হলেও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
রবিবার (২৪-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ৩ দিনে নতুন সুস্থতার সংখ্যা ১৫৩২ জন এবং নতুন আক্রান্তের সংখ্যা ৫৫৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৪ জন এবং নতুন ৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫২১ জন। মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৬২ জন।
আরো পড়ুনঃ ঢাকা বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণ সহ ওমান প্রবাসী গ্রেফতার
অক্টোবরের মাঝামাঝি থেকে ওমানে করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী হলেও এখন থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওমানের স্বাস্থ্যমন্ত্রী। রবিবার শূরা কাউন্সিলের এক বৈঠকে এই কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী মহামারীটির ধারাবাহিকতা বিবেচনা করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফের লকডাউন দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।” করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post