আবাসিক এলাকায় প্রস্রাব করতে নিষেধ করায় এক পুলিশ সদস্যকে বাসা থেকে ডেকে মারধর করেছে এলাকা কিছু বখাটে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঝুটন কুমার বর্মন। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুলাই) সকালে জামালপুরের সরিষাবাড়ির পোগলদিঘায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকার জুলহাস মিয়ার ছেলে আব্দুল হালিম (৩০), পোগলদিঘা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাজু মিয়া (২১), টাংগাইলের ভুয়াপুর উপজেলার জগৎপুর এলাকার মৃত সামছুল খানের ছেলে আসলাম খান (২৫), গোপালপুর উপজেলার ললিনবাহার এলাকায় আব্দুল কুদ্দুসের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য পল্লব হোসেন পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া এলাকায় বাস-স্টেশন আবাসিক এলাকায় এক বখাটে দাঁড়িয়ে প্রস্রাব করতে ছিল। এসময় এক পুলিশ সদস্য আবাসিক এলাকায় এভাবে দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করে বাসায় চলে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ বখাটে শ্রমিক তার সংঘবদ্ধ দলের ৫/৭ জনকে নিয়ে পুলিশ সদস্যের ভাড়াটিয়া বাসা যায়। এ সময় তারা পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে তাকে বাসা থেকে ডেকে এনে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারধরের সঙ্গে জড়িত চার শ্রমিককে গ্রেফতার করে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post