বয়স ৬৫ বছর। বৃদ্ধ বয়সে চড়েন মেট্রো ট্রেনে। যাত্রার একপর্যায়ে পাশের এক তরুণী যাত্রীকে আসন ছেড়ে বসতে দেয়ার কথা বলেন ওই বৃদ্ধ।
তবে ওই তরুণী তাতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে ওই তরুণীকে নিজের লাঠি ও হাত দিয়ে আঘাত করে বসেন ওই বৃদ্ধ।
চীনের রাজধানী বেইজিং সাবওয়ে ১০ নম্বর লাইনে এই ঘটনা ঘটেছে। ওই নারী যাত্রীকে মারধরের অভিযোগে ইতিমধ্যে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বেইজিং পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই)চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুসারে, ওই বৃদ্ধ ও নারীর মধ্যে ঘটা ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধ একজন তরুণীকে তার আসন ছেড়ে দিতে বলছেন।
তবে তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্য কাউকে তার আসন দেবেন বলে জানান। ওই তরুণীর এমন জবাবে মেজাজ হারিয়ে নিজের হাতের লাঠি তাকে ছুড়ে মারেন বৃদ্ধ। তারপর হাত দিয়েও আঘাত করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।
ভিডিওতে ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, পুলিশকে কল করো।আমরা থানায় যাব। তুমি বলতে পারবে যে আমি তোমাকে হয়রানি করছি।। এই ভিডিওর সূত্র ধরেই পরে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post