ওমানগামী যাত্রীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারী করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস বাংলা এয়ারলাইনস। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিমানের ওয়েবসাইটে জানানো হয়, ওমানগামী যেসব প্রবাসীদের ওমানের বাহিরে অবস্থানের মেয়াদ ১৮০ দিনের বেশি হয়েছে, উক্ত প্রবাসীরা বিমান এবং ইউএস বাংলা এয়ারলাইনসের মাধ্যমে পুনরায় ওমান যেতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে আরো উল্লেখ করা হয়, করোনা মহামারীর কারণে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের পুনরায় ওমান ফিরতে ওমান সরকার থেকে যে সুবিধা দেওয়া হয়েছিলো, তা ডিসেম্বর মাসেই শেষ হয়েছে। এমতাবস্থায় বর্তমানে সেই সুযোগটি না থাকার কারণে ১৮০ দিনের বেশি ওমানের বাহিরে অবস্থান করা প্রবাসীদের কোনো এয়ারলাইনসের মাধ্যমেই ওমান যাওয়ার আর কোনো সুযোগ রইলোনা।
এদিকে আজ ওমানগামী একাধিক যাত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত গেছেন বলে প্রবাস টাইমকে জানিয়েছেন। ওমানের সাহাম থেকে মোহাম্মাদ সোহান নামে এক প্রবাসী বলেন, “আজ আমার ভাইয়ের ফ্লাইট ছিলো। করোনা পরীক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ করে এয়ারপোর্টে এসেও ফেরত যেতে হয়েছে।”
আরো পড়ুনঃ বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলী
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “আমার ভাই দেশে যেয়ে ৬ মাসের অধিক সময় ছিলেন, যে কারণে তাকে এয়ারপোর্ট থেকেই বিমানের লোকজন ফেরত পাঠিয়ে দিয়েছেন।” এদিকে ইউএস বাংলার একাধিক যাত্রীও প্রবাস টাইমকে একই অভিযোগ দিয়েছেন। এমতাবস্থায় দেশে আটকেপড়া অসংখ্য প্রবাসী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ওমান প্রবাসীরা। বিষয়টি সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
https://www.youtube.com/watch?v=SEwlZlYYBDM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post