সৌদিতে মেয়ে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রবাসী মোহাম্মদ জুয়েল হুসেনকে গ্রেপ্তার করে সৌদির উত্তর সীমান্ত জেলা পুলিশ। তবে সৌদি পুলিশ গ্রেপ্তারকৃত বাংলাদেশির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
পুলিশ জানিয়েছে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।
সৌদির আইন অনুসারে, যদি কেউ কাউকে হয়রানিমূলক অপরাধ করে তবে তাকে দুই বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড এবং ১ লক্ষ সৌদি রিয়ালের বেশি জরিমানা বা দুটি দণ্ডেই দণ্ডিত করা হয়।
অনুচ্ছেদে আরও বলা হয়েছে, এই নিবন্ধে উল্লেখিত দণ্ডগুলি নির্দিষ্ট করে জারি করা রায়ের মধ্যে একটি শর্ত অন্তর্ভুক্ত থাকতে পারে যে এক বা একাধিক স্থানীয় সংবাদপত্রে দোষী ব্যক্তির নিজ ব্যয়ে ছবিসহ সংবাদ প্রকাশিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post