বাতাসে কণা, ধুলো-বালি ও দূষণ ওমানের বাসিন্দাদের ভীষণ অপছন্দ। তারা ভালোবাসে ছবির মতো পরিবেশ। পথঘাট এবং চারপাশ যেন ঠিক ওয়ালপেপারের মতো।
এমনিতেও ওমানে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় খুব মনযোগ দেওয়া হয়। অবশ্য প্রবাসীদের কেউ তা মানেন কেউ মানেন না।
তবে মাস্কাট পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে একটু বেশিই যত্নশীল। শহরটির ‘নিট অ্যান্ড ক্লিন’ পরিবেশে তাই নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে।
নাম্বেও পলিউশন ইনডেক্স অনুসারে, এশিয়ার দ্বিতীয় পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ৩৬.২ স্কোর করা ওমানের রাজধানী মাস্কাট।
যে তালিকা তৈরিতে পরিষ্কার পরিবেশ, বায়ু এবং পানির স্বাস্থ্যকর গুণমান, আলো, শব্দদূষণ এবং আবর্জনার যথাযথ ব্যবস্থাপনার বিষয়গুলোকে পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়েছে।
পরিচ্ছন্নতার নিরিখে এশিয়ার এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে প্রথমেই আছে সিঙ্গাপুর, দুইয়ে থাকা ওমানের পর তিনে আছে ইসলামাদ। বায়ু দূষণের হার এসব শহরে বেশ কম।
এরমধ্যে মাস্কাটের আরও একটি বিশেষত্ব আছে। পৃথিবীর অন্যতম নিরাপদ এবং সুন্দর স্থানও এটি। এর বাইরে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে যারা মাস্কাটে রয়েছেন নিজেদের জন্য তাদের ব্যয়ও তুলনামূলক কম করতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
